🌠৫২ বছর বয়সেও অবিবাহিত টাবু। বলিউডের অন্যতম একজন প্রতিভাবান ও জনপ্রিয় অভিনেত্রী তিনি। তাঁর অভিনয় ক্ষমতার গুণে তিনি ছুঁয়েছেন সাফল্যের শিখর। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন প্রায়ই থাকে চর্চায়। অভিনেতার আনুরাগীরাও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কম কৌতূহলী নন।
🐲একে সুন্দরী তার উপর আবার প্রতিভাবান কিন্তু ৫২ বছর বয়সেও মনের মতো জীবন সঙ্গী খুঁজে পেলেন না টাবু, এখনও অবিবাহিত। কিন্তু একবার তিনিই বলিউড অভিনেতা তথা অনিল কাপুরের ভাই সঞ্জয় কাপুরের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন ভালোবাসার সম্পর্কে। দু'জনে ‘প্রেম’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। সেখান থেকে তাঁদের আলাপ পরিচয় হয়, তারপর তাঁদের মধ্যে সম্পর্ক আরও গা হতে থাকেন। প্রথমবারের জন্য টাবু প্রবল ভাবে কোনও সম্পর্ককে জড়িয়ে পড়েন। সেইও সময় সঞ্জয়ের সঙ্গে তাঁর ঘনিষ্টতা ছিল ইন্ড্রাস্টির ওপেন সিক্রেট।
💎তবে এরপরই তাঁদের ব্রেকআপ হয়। তা নিয়েও চর্চা কম হয়নি। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় জানিয়েছিলেন যে, তিনি টাবুকে ডেট করছেন, কিন্তু তাঁদের সম্পর্কের শেষের দিকে, তাঁরা একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন।
আরও পড়ুন: 🍸ডাকাতির আগের রাতে কারা এসেছিল সইফ-করিনার বাড়িতে? নাম জানলে অবাক হবেন
𓆉যদিও অনেকের আশা ছিলেন যে, টাবু এবং সঞ্জয়ের সম্পর্ক স্থায়ী হবে। কিন্তু অবশেষে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। প্রতিবেদনে বলা হয়েছে যে, টাবুর সঙ্গে সম্পর্কে থাকাকালীন মহীপ কাপুর অর্থাৎ সঞ্জয়ের বর্তমান স্ত্রী তাঁর সঙ্গে সঞ্জয় সেই সময় ঘনিষ্ট হয়ে পড়েন। সঞ্জয়ের এই বিশ্বাসঘাতকতার জন্যই নাকি তাঁদের মধ্যে বিচ্ছেদ ঘটেছিল। অতীতের এক সাক্ষাৎকারে, টাবু জানিয়েছিলেন যে, সঞ্জয়কে তখন মহীপের সঙ্গে প্রায়ই দেখতে পেতেন যখন তিনি ও সঞ্জয় সম্পর্কে ছিলেন।
💧অন্যদিকে, মহীপ কাপুর একবার শেয়ার করেছিলেন যে, সঞ্জয় কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক ওয়ান- নাইট স্ট্যান্ডের পরে শুরু হয়েছিল। রৌনক রাজানির ইউটিউব শোতে তিনি জানান যে, কীভাবে একটি পার্টিতে তাঁর সঙ্গে সঞ্জয়ের দেখা হয়েছিল। সেখানেই মদ্যপ অবস্থায় তিনি ওয়ান নাইট স্যান্ডের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এর জন্য কখনওই তিনি আশা করেননি যে তাঁরা পরবর্তী কালে তাঁদের সম্পর্ক নিয়ে এতটা এগিয়ে যাবেন বা তাঁদের বিয়ে হবে।