ওয়াকফ মামলায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কেন্দ্রকে সাতদিনের মধ্য়ে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে। সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতা করে যে আবেদন জমা পড়েছে তার উপরে কেন্দ্রকে জবাব দে✅ওয়ার জন্য সময়সীমা নির্দিষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। দ্য ইন্ডিয়ার এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে।
প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে, এই আইন নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হবে যখন মামলাকারীরা কেন্দ্রের জবাব রিভিꦬউ করবেন।
সূত্রের খবর, কেন্দ্রকে এক সপ্তাহের মধ্য়ে জবাব দিতে বলেছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে বলা হয়♛েছে সমস্ত ওয়াকফ বোর্ড, কাউন্সিলে নতুন করে নিয়োগ আপা🎀তত করা যাবে না। আগামী ৫ মে দুপুর ২টোর সময় সংশোধিত ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে ফের শুনানি হবে বলেও জানা গিয়েছে।
পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ওয়াকফ (সংশোধনী) আইন, ২০২🦂৫-কে চ্যালেঞ্জ জানাতে কেন্দ্রকে এক সপ্তাহের মধ্যে অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে সুౠপ্রিম কোর্ট৷
প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ কেন্দ্রের প্রতিনিধিত্বকারী সলিসিটর জেনারেল💞 তুষার মেহতার আশ্বাস রেকর্ড করেছে যে এর মধ্যে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল এবং বোর্ডগুলিতে কোনও ন💫িয়োগ করা হবে না।
বিস্তারিত আসছে…