🦩 ডার্বির পেনাল্টি বিতর্ক এখনও কাটছে না। মোহনবাগান সুপার জায়ান্ট বক্সের মধ্যে আপুইয়ার হাতে বল লাগার পরও ‘নিশ্চিত’ পেনাল্টি না দেওয়া হওয়ায় ক্ষোভে ফুঁসছে লাল-হলুদ শিবির। আর তারইমধ্যে ডার্বির রেফারি রামচন্দ্রন বেঙ্কটেশের পাশে দাঁড়ালেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) চিফ রেফারিং অফিসার ট্রেভর কেটেল। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে আপুইয়ার হাতে বল লাগলেও ওটা পেনাল্টি ছিল না। তাঁর কথায়, ‘সেইসঙ্গে তিনি বলেন, 'না, (আপুইয়ার) ক্ষেত্রে পেনাল্টি ছিল না। সংশ্লিষ্ট খেলোয়াড়ের হাত যেখানে ছিল, সেটা নায্য জায়গায় ছিল। সংশ্লিষ্ট খেলোয়াড় হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। হাত দিয়ে বলটা থামানোর মতো ইচ্ছাকৃতভাবে কিছু করা হয়নি।’
ইচ্ছা করে তো হাতে বল লাগাননি আপুইয়া, ব্যাখ্যা প্রধানের
꧟আর কেন পেনাল্টি ছিল না, সেটা আরও ব্যাখ্যা করে ফেডারেশনের চিফ রেফারিং অফিসার বলেছেন, 'কোনটা হ্যান্ডবল, সেটা নির্ধারণের বিষয়টা অত্যন্ত কঠিন এবং আপেক্ষিক। হ্যান্ডবল নিয়ে আমি কী চাই, সেটা নিয়ে রেফারিদের স্পষ্ট নির্দেশ দিয়েছি।' সঙ্গে তিনি বলেন, 'হাতে যখন বলটা লাগে, তখন সেটা খেলোয়াড়ের স্বাভাবিক নড়াচড়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, (সেটা দেখতে হয়)। যদি সেটা সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে হ্যান্ডবল হয় না। আর যদি সেটা সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে সেটা হ্যান্ডবল হয়।'
পেনাল্টি না দেওয়ায় ক্ষিপ্ত ইস্টবেঙ্গল কোচ
ꦅযদিও ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজো দাবি করেছেন, ওটা পেনাল্টি ছিল। সার্বিকভাবে ডার্বিতে রেফারিং নিয়েও উষ্মাপ্রকাশ করেন। তিনি জানান, মোহনবাগান বক্সে স্পষ্ট হ্যান্ডবল ছিল। আপুইয়ার হাতে বল লেগেছিল। অথচ রেফারি পেনাল্টি দেননি। সেইসঙ্গে সৌভিক চক্রবর্তীকে যে লাল কার্ড দেখানো হয়, সেটার ক্ষেত্রে প্রথম হলুদ কার্ডটা হয় না বলেও বিরক্তিপ্রকাশ করেছিলেন ইস্টলবেঙ্গলের হেড কোচ।
আরও পড়ুন: ಞISL-এ বাজে রেফারিং! AIFF-কে চিঠি পঞ্জাব FC-র, সোমবার সাংবাদিক বৈঠক চিফ রেফারিং অফিসার ট্রেভর কেটলের
পালটা কটাক্ষ মোহনবাগান কোচের
ཧমোহনবাগানের হেড কোচ জোসে মোলিনা বলেন, ‘উনি (ব্রুজো) যেটা বলেছেন, সেটা নিয়ে আমি এখানে আলোচনায় বসব না। ওটা তাঁর (ব্যক্তিগত) মতামত। অবশ্যই তাঁর সঙ্গে আমি একমত নই। ওঁনার নিজস্ব মতামত আছে। আমার মতটা বলেছি।'
আরও পড়ুন: 🐻East Bengal FC: ডার্বিতে হার ইস্টবেঙ্গলের, ফের একবার রেফারিং নিয়ে প্রশ্ন তুলে চিঠি ফেডারেশনকে
♛ইস্টবেঙ্গলের হেড কোচকে কটাক্ষ করে মোলিনা বলেন, ‘আমি কী আর বলতে পারি? যখন আপনি জেতেন না, তখন আপনি আপনি অজুহাত খোঁজার চেষ্টা করেন। কিন্তু (রেফারিং) নিয়ে আমার কিছু বলার নেই। (আমার দলের) খেলার খুশি আমি। রেফারিং নিয়ে আমি কখনও কিছু বলিনি।’ সেইসঙ্গে তিনি এটাও জানান, শুধু ব্রুজো নন, হারের পরে সকলেই অজুহাত বা বাহানা খোঁজার চেষ্টা করেন। কিন্তু তিনি সেই কাজটা করেন না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।