লিওনেল🌟 মেসিকে আগামী বছরের ফুটবল বিশ্বকাপে খেলবেন? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য গোটা বিশ্বের মেসিভক্তরা বসে রয়েছেন। গতবার কার্যত একার কাঁধে দায়িত্ব নিয়েই আর্জেন্তিনাকে ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছিলেন লিও। তারপর পিএসজির সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পরে মেসি ফ্রান্স ছেড়ে চলে যান মার্কিন মুলুকে। সেখানেই আপাতত ইন্টার মিয়ামিতে খেলছেন তিনি।
ক্রিশ্চিয়ানো🐓 রোনাল্ডো যেমন বলেই দিয়েছেন তাঁর টার্গেট ১০০০ গোল। আর পর্তুগালের জার্সিতে তিনি যে খেলা চালিয়ে যাবেন, সেই আভাসও পাওয়া গেছে। কারণ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি বাকি নেই। ১ বছরের একটু বেশি। এরই মধ্যে নিজের ফুটবল কেরিয়ার নিয়ে বড় বার্তা দিয়ে দিলেন আর্জেন্তাইন রাজপুত্র।
খেলবেন ২০২৬ বিশ্বকাপে? নীরবতা ভাঙলেন মেসি
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি🗹 জানিয়ে দেন, চলতি বছরেই তিনি সিদ্ধান্ত নেবেন পরের বিশ্বকাপে খেলবেন কিনা। লিও বললেন, ‘এই বছরটাই নির্ধারণ করে দেবে যে আমি ২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলবে কিনা। আমি যদি বলি যে ২০২৬ বিশ্বকাপের কথা ভাবছি না, তাহলে মিথ্যা কথা বলা হবে ’। এরপর মেসি জানান, তিনি জীবনে সবই পেয়ে গেছেন। তাঁর কথায়, ‘আমার আর কিছুই পাওয়া বাকি নেই। একমাত্র যেটা না পাওয়া ছিল, সেটা হল ফুটবল বিশ্বকাপ। আর সেটাও জিতে নেওয়ায় আমি সবই জিতে ফেলেছি ’।
পেপের বার্সা স্পেশাল ছিল
এরপর প্রাক্তন কোচ🥀 পেপের প্রশংসা করে লিওকে বলতে শোনা যায়, ‘পেপ ফুটবলটা বদলে দিয়েছে। সবাই আমাদের সেই ফুটবলকে কপি করার চেষ্টা করে। কিন্তু তাতে লাভ হয়নি কারণ বার্সেলোনার সেই দল স্পেশাল ছিল। মাঝমাঠে ওই জাভি, বুসকেটস, ইনিয়েস্তা। ফুটবলার, কোচ সব কিছুই একদম পারফেক্ট ছিল। আমার বার্সায় ফেরার ইচ্ছাও ছিল। কিন্তু শেষ পর্যন্ত আর সম্ভব হয়ে ওঠেনি। আর বিশ্বকাপ জয়ের পর ইউরোপের অন্য কোথাও খেলতে চাইনি। তখন সিদ্ধান্তটা অনেকটা পারিবারিক হয়ে গেছিল ’।
ইয়ামালের প্রশংসায় লিও
সেই বার্সা 🥀এখন আর না থাকলেও মেসির উত্তরসুরী হিসেবেই যেন স্প্যানিশ লামিনে ইয়ামাল নিজেকে প্রমাণ করে চলেছেন। তাই উঠতি প্রতিভার প্রশংসা করেই আর্জেন্তাইন কিংবদন্তি বলছিলেন, ‘লামিনে ইয়ামাল যে খেলাটা দেখায়, সেটা অসাধারণ। ও ইতিমধ্যেই ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেনের সঙ্গে। এই মূহূর্তে বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম ও। এখন ওর বয়স মাত্র ১৭ বছর, এটাই ওর তৈরি হওয়ার সময়। আমার মনে হয় এভাবেই ও নিজের খেলা উন্নত করতে থাকবে যেমন আমি করেইলাম। ওর মধ্যে অসাধারণ কিছু কোয়ালিটি রয়েছে ’।
মেসির ছেলেরা ভিনিসিয়াসের খেলা দেখে
এরপর কিছুটা হাল্কা মেজাজেই মেসিকে🎉 বলতে শোনা যায়, তাঁর খেলা ছেলেরা দেখলেও এমবাপে, লেওনডোস্কি, ভিনিসিয়াস, হালান্ডদের খেলা তাঁর ছেলেরা দেখতে বেশ ভালোবাসে। যদিও মেসির এই সাক্ষাৎকারের পর সবার নজরই থাকবে তাঁর ফুটবল কেরিয়ারের দিকে। কারণ কেরিয়ারের শেষ লগ্নে যদি মেসি আর্জেন্তিনাকে আরেকটি ট্রফি জিতিয়ে যেতে পারেন, তাহলে তাঁর থেকে ভালো আর কিছুই হতে পারে না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।