বিশ্ব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ তারকা লিওনেল মেসি সম্প্রতি দেখা করলেন আন্তর্জাতিক সংগীত জগতের কিংবদন্তি লিওনেল রিচির সঙ্গে। এই সাক্ষাৎটি শুধুমাত্র দুই বিখ্যাত ব্যক্তির মিলন নয় বরং এক ঐতিহাসিক মুহূর্ত। কারণ মেসির নামকরণের পিছনে রয়েছেন এই সংগীতশিল্পীই। মেসির জীবনে এই সংগীত▨শিল্পীর প্রভাব ছোটবেলা থেকেই বিশেষভাবে বিদ্যমান।
মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি লিওনেল রিচির সংগীতের ভীষণ ভক্ত ছিলেন। তাঁর গানের প⛄্রতি ভালোবাসা থেকেই ছেলের নাম রাখেন ♋‘লিওনেল’। এই তথ্যটি ইতিপূর্বে বিভিন্ন সাক্ষাৎকার ও ডকুমেন্টারিতেও উঠে এসেছে। ফলে, দুই লিওনেলের এই সাক্ষাতের মধ্যে দিয়ে ক্রীড়া ও সংগীত এই দুই ভিন্ন জগতের মধ্যে অপ্রত্যাশিতভাবে এক যোগসূত্র তৈরি হয়।
এই সাক্ষাꦯতের অনুষ্ঠানটি সংঘটিত হয় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। লিওনেল মেসি বর্তমানে মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে খেলছেন, আর লিওনেল রিচি সেখানে অংশ নিচ্ছিলেন একটি আন্ত𝕴র্জাতিক সংগীত অনুষ্ঠানে। একসঙ্গে তাঁদের উপস্থিতি এবং সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ সংবাদমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
দুজনের মধ্যে সৌজন্য বিনিময়ের সময় মেসি স্পষ্টতই জানান, তাঁর পরিবারের জন্য এই মুহূর্ত কতটা অর্থবহ। বিন স্পোর্টসে তিনি বলেন, এমন একজন মানুষ, যাঁর অনুপ্রেরণায় তাঁর নামকরণ হয়েছে, তাঁর সঙ্গে বাඣস্তবে দেখা হওয়া একটি অসাধারণ অভিজ্ঞতা।
বিন স্পোর্টসের 🐭একটি প্রতিবেদন থেকে জানা যায়, মেসির বাবা জর্꧑জ প্রথমে তাঁর ছেলের নাম "লিওনেল" রাখার পরিকল্পনা করেছিলেন। পরে তিনি রিচির সম্মানে "e" এর পরিবর্তে "i" ব্যবহার করেন।
এই সাক্ষাতের ছবি ও ভিডিয়ো অল্প সময়ের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশ্বের নানা প্রান্ত থেকে ভক্তদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। 🌜রিচির ফুটবলে কোনও অভিজ্ঞতা নেই আবার মেসিও সংগীত বিষয়ে অনভিজ্ঞ তাই এই ঘটনাটি মানুষের কা꧒ছে আরও মজার হয়ে উঠেছে।
নামকরণ সংক্রান্ত এই বিষয়টি সম্পর্কে সত্তরের দশকের অন্যতম সংগীতকার রিচি আগে♏ শুনলেও গুজব ভেবে উড়িয়ে দিয়েছিলেন। পরে যাচাই করতে গিয়ে জানতে পারলেন ঘটনার সত্যতা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।