🧸 আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (আইএসএস) যে নভশ্চররা থাকেন, তাঁরা মাঝেমধ্য়েই মহাকাশ থেকে তোলা বিভিন্ন ছবি এবং ভিডিয়ো শেয়ার করেন। যা অধিকাংশ সময়েই এই পৃথিবীর মানুষকে মন্ত্রমুগ্ধ করে। তবে, এবার তেমনই একটি দৃশ্য ইন্টারনেট ইউজারদের আড়াআড়ি বিভক্ত করে দিয়েছে!
🦄যে ভিডিয়োটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে, সেটি বর্তমানে আইএসএস-এ থাকা নাসা-র এক নভশ্চর শেয়ার করেছেন। মাত্র ৯ সেকেন্ডের সেই ভিডিয়োয় ধরা পড়েছে 'অরোরা লাইটস' বা মেরুজ্যোতি!
🅷সেই দৃশ্য দেখে অসংখ্য মানুষ যেমন বিমুগ্ধ হয়েছেন, তেমনই কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন! তাঁদের অনুমান, এই ভিডিয়োটিকে 'নকল'! অনেকেই বলছেন, এটি নাকি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে!
🤡এক্স হ্যান্ডেলে এই ভিডিয়োটি শেয়ার করেছেন, নাসা-এর মহাকাশ্চারী ডোনাল্ড (ডন) পেটিট। সঙ্গে তিনি একটি ক্যাপশনে লিখেছেন, ‘অরোরার উপর দিয়ে উড়ে যাওয়া; ঘন সবুজ।’
🐼বস্তুত, আগে এই ধরনের যত ভিডিয়ো নভশ্চররা প্রকাশ্যে এনেছেন, এটি তার থেকে অনেক বেশি উজ্জ্বল, ঝলমলে ও সবুজ। উপরন্তু, এই ভিডিয়োয় পৃথিবীর আলোও দৃশ্যমান!
এই ভিডিয়ো নিয়ে বিতর্কের কারণ কী?
൩যদিও বেশিরভাগ মানুষই মেরুপ্রভা বা মেরুজ্যোতির এই ঘন পান্না সবুজ রঙ দেখে হতবাক হয়ে গিয়েছেন, তা সত্ত্বেও কেউ কেউ প্রশ্ন তুলেছেন, আইএসএস পৃথিবীর এত কাছ দিয়ে কি আদৌ উড়তে পারে? কারণ, ওই ভিডিয়োয় পৃথিবীর আলো দেখা গিয়েছে।
সোশাল মিডিয়ায় কমেন্ট যুদ্ধ:
𝓡এই ভিডিয়ো আসল না নকল, তা নিয়েই ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। যে ইউজার যে তত্ত্ব বিশ্বাস করেন, সেই ইউজার সেই তত্ত্ব সামনে রেখে মন্তব্য করেছেন। পালটা মন্তব্য করেছে অপর পক্ষ। এভাবেই চলছে।
ಌএক এক্স ইউজার যেমন লিখেছে, 'সবুজের এই শেডটা আমার সবথেকে প্রিয় রঙ। এটা সুন্দর। এটা শেয়ার করার জন্য ধন্যবাদ। ওই মহাকাশে নিরাপদে থাকুন।'
🅘এর জবাবে আর একজন ইউজার লিখেছেন, 'এটা একেবারেই পান্না সবুজের মতো দেখতে।'
ꦗএই দু'জনের মন্তব্য থেকেই স্পষ্ট তাঁরা এই ভিডিয়ো দেখে অভিভূত। কিন্তু, তৃতীয় এক ইউজার যে মন্তব্য করেছেন, তা পড়লেই বোঝা যাবে, তিনি মোটেও বাকি দু'জনের মতো মন্ত্রমুগ্ধ নন। বরং, তাঁর মনে দেখা দিয়েছে প্রবল সংশয়।
🙈ওই ব্যক্তি লিখেছেন, 'এটা দেখতে একেবারেই এআই-এর মতো। মেরুপ্রভা তো উপচে পড়ে। আর প্রবাহিত হয়। এবং চারপাশে চলাচল করে। এটি স্থিরভাবে দাঁড়িয়ে থাকা কোনও স্থির চিত্র নয়, যা কেবলই এভাবে ঝলমল করবে!'
🦩আরও এক এক্স ইউজার তো আরও কঠোর ভাষায় এই ভিডিয়োর সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, এটি 'একেবারেই নকল! আপনি যদি বিশ্বাস করতে চান যে আপনি ২৫০ মাইল দূর থেকে রাস্তার আলো দেখতে পাচ্ছেন, তাহলে সেটাও একেবারেই আপনার সমস্য়া!'