জ্যোতিষমতে শনিদেবের আলাদা মাহাত্ম্য রয়েছে। জ্যোতিষমতে শনিদেব একা এমন গ্রহ যা সবচেয়ে ধীর গতিতে চলে থাকেন। এক রাশিতে শনিদেব প্রায় আড়াই বছর ধরে থাকেন। ফলে পুরো রাশিচক্র শেষ করতে শনিদেবের পুরো ৩০ বছর লেগে যায়। যার ফলে শনিদেবের চলনের প্রভাব সব রাশিতে অনেক দিন পর্যন্ত থাকে। বর্তমানে শনিদেব নিজের মূল ত্রিকোণ রাশিতে রয়েছেন। আর সেখানে তিনি পঞ্চ মহাপুরুষের মধ্যে তৈরি করতে চলেছেন শশ রাজযোগ। এই শশ রাজযোগ ২০২৫ সালের ২৯ মার্চ পর্যন্ত থাকবে। দেখা যাক, তারফলে কোন൩ কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পারেন।
বৃষ
এই যোগের ফলে হঠাৎ ক꧃রে হাতে আসবে টাকা। চারিদিক থেকে খুবই লাভ মিলবে। জীবনে খুশি আনন্দ আসতে থাকবে। হঠাৎ ধনলাভের যোগ তৈর🌸ি হবে। সম্পত্তি, গাড়ি, বাড়ির সুখ এই সময় আপনার ভাগ্যে আসবে। কেরিয়ারের দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার রোজগারে ব্যাপক লাভ বাড়তে পারে। আপনি সঞ্চয় করতে সফল হবেন।
তুলা
পদ প্রতিষ্ঠা হবে এই সꦑময়। আপনার রাশিতে পঞ্চমস্থানে অবস্থান করছেন শনি। এই সময় মান সম্মান বাড়বে। চাকরিরতদের নানান দিক থেকে পদোন্নতি হবে। যাঁরা চাকরি বদলের সুযোগ খুঁজছেন তাঁরা তা পাবেন। ২০২৫ সালের মার্চের মধ্যে চাকরি বদলে ফেলতে প🌌ারেন। বেতন বৃদ্ধি হতে পারে। ছাত্রদের জন্য সময় খুবই ভালো। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন অনেকে।
( Vakr🔥i Guru and Margi Budh Samasaptak Yog: বক্রী গুরু আর মার্গী বুধ তৈরি করছে꧂ন সমসপ্তক যোগ! লাকির লিস্টে কুম্ভ সহ ৩ রাশি)