ꦯ মুক্তির পর দেখতে দেখতে কেটে গিয়েছে ১০০ দিন। বক্স অফিসে এখনও বেশ ভালোই ব্যবসা করছে উইন্ডোজ প্রোডাকশন হাউজের এই ছবিটি। মুক্তির পর থেকেই দর্শকদের থেকে দারুণ প্রশংসা পেয়েছে ছবিটি। এবার সেই ছবির ১০০ দিন উদযাপনে ভাসলেন ছবির শিল্পীরা।
কী ঘটেছে?
❀এদিন একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে একটি সিনেমা হলে দাঁড়িয়ে আছে গোটা বহুরূপী টিম। আর সামনে দাঁড়িয়ে ননীচোরা দাস বাউলের সঙ্গে এই ছবির হিট র্যাপ গানটি গাইছেন নেচে নেচে। পিছনে দাঁড়িয়ে আছেন আবির চট্টোপাধ্যায়, নন্দিতা রায়, ঋতাভরী চক্রবর্তী, প্রমুখ। কেক কাটা হয় ছবির এই সাফল্যের পর।
♛টলি অনলাইনের তরফে আরেকটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে এই সিনেমার ১০০ দিন উদযাপনে বহু বয়স্করা এসেছিলেন। তাঁদের সবার পা ছুঁয়ে প্রণাম করে কৌশানি মুখোপাধ্যায়। কিন্তু তাঁর কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটপাড়া। অভিনেত্রী নাকি পায়ের বদলে হাঁটু বা থাইয়ে হাত দিয়ে প্রণাম করেছেন।
ꦆএক ব্যক্তি লেখেন, 'হাঁটু ধরে ওটাকে প্রণাম বলে না।' আরেকজন লেখেন, 'লোক দেখানোl' তৃতীয় ব্যক্তি লেখেন, 'হাঁটু প্রণাম।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'প্রণাম তো পা ছুঁয়ে হয়। এখানে তো অন্য কিছু ছোঁয়াছুঁয়ি চলছে। চরম লেভেলের নাটক।'
বহুরূপী প্রসঙ্গে
🉐গত ৮ অক্টোবর মুক্তি পেয়েছে বহুরূপী। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, প্রমুখ। বাস্তবের এক ব্যাঙ্ক ডাকাতের গল্পকে তুলে ধরা হয়েছে ছবিতে। সঙ্গে দারুণ ভাবে তুলে ধরা হয়েছে বহুরূপীদের কথাও।