ജ তাঁর কাছে গান শিখে গতবছর সারেগামাপা (হিন্দি) ট্রফি জিতেছিলেন অ্যালবার্ট কাবো। তবে জয়ের থেকে এক পা দূরে শেষ করলেন দুর্গাপুরের মেয়ে শুভশ্রী দেবনাথ। শনিবার সারেগামাপা গ্র্যান্ড ফিনালে-তে দ্বিতীয়স্থান পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। ট্রফি ছিনিয়ে নিয়েছে আগ্রার শ্রদ্ধা মিশ্র। তবে অনেকের মতেই শুভশ্রী এই সিজনের ট্রফির যোগ্য দাবিদার ছিলেন। জি বাংলা সারেগামাপা পরিবারের অংশ শুভশ্রী। মুম্বইতে কেমন ছিল তাঁর সফর? ফিনালে পর্ব মিটতে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে এক্সক্লুসিভ আড্ডা দিলেন শুভশ্রী।
সারেগামাপা-র ট্রফি হাতছাড়া হওয়ার আফসোস রয়েছে? রেজাল্ট নিয়ে কী বলবেন?
🧸শুভশ্রী: (হাসি) আমি খুশি, পরিবারও সন্তুষ্ট। নিঃসন্দেহে সকলে চেয়েছিল আমি ফার্স্ট হই। আমিও চেয়েছিলাম। কিন্তু গোটা দেশ থেকে বাছাই করা যে গায়ক-গায়িকারা টপ ১২-এ আসে সকলেই দুর্দান্ত। আমি মনে করি আরও কিছু ভালো অপেক্ষা করছে, এটা আমার বিশ্বাস।
শ্রদ্ধার জয় নিয়ে কী বলবেন? অনেকেই বলছে আপনি যোগ্য় উইনার। ফেয়ার জাজমেন্ট হয়েছে?
শুভশ্রী: ൩সকলে পরিশ্রম করেছে। শ্রদ্ধাকে অনেক অভিনন্দন। বাকি এই জয় ফেয়ার না আনফেয়ার, এইগুলো নিয়ে কথা বলা ঠিক হবে না। আমার সেটাই মনে করি।
আপনি তো গুরু রন্ধাওয়ার টিমে ছিলেন। কী কী শিখলেন? মেন্টরকে নিয়ে কী বলবেন?
শুভশ্রী: 𝓀গুরু স্যার আমাকে একটা ওজি (অরিজিন্যাল গান) গাইয়েছেন ইতিমধ্যেই। গানটার রেসপন্স খুব ভালো, বাকিদের তুলানা। আরও দুটো অরিজিন্যাল গানের অফার রয়েছে। গুরু স্যারের গানটা খুব সুন্দর, উনি সুযোগ দিয়েছেন। আমি চেষ্টা করেছি। গুরু স্যার তো আমাকে টিমের স্তম্ভ বলেছেন শুরু থেকেই। সবসময়ই আমাকে উনি ভালোবাসা দিয়েছেন, এমন মেন্টর পাওয়া ভাগ্যের। স্যার এতো ভালোবাসতেন… বলতেন, আমিও তোমার থেকে শিখি। ভালো মানুষ না হলে এই কথাগুলো বলা যায় না।
এর পরের সফরটা কীভাবে দেখছেন, বলিউডে প্লে-ব্যাকের ইচ্ছে রয়েছে?
ℱআমাকে সচিন-জিগর স্যার দুজনেই বলেছেন গান গাওয়াবেন। সচেত-পরম্পরা ম্যাম সবসময়ই বলেছেন আমার গলা প্লে-ব্যাকের জন্য উপযুক্ত। ওঁনারাও বলেছেন ভবিষ্যতে কাজ হবে। পার্সোনালি কথা হয়েছে যখন বলেছেন, খুব শিগগির স্টুডিও-তে দেখা হবে। সেটা বলেছেন। সচিন-যিগর স্যার তো স্টেজেই বলেছেন কাজের কথা। আমার কাছে সেটা একটা বড় অ্যাচিভমেন্ট। সুভাষ ঘাইজি, নানা পাটকর স্যার, অনু মালিক স্যার, শানুদা (কুমার শানু) সকলেই এসে আমাকে আর্শীবাদ করেছেন। আমি চাই গান গাইতে।
♌আরও পড়ুন-: সারেগামাপা-র মঞ্চে আংটি বদল সারলেন বাংলার মেয়ে শুভশ্রী! সামনেই বিয়ে, পাত্র কে?
বাংলায় গান গাওয়ার ইচ্ছে রয়েছে?
💖শুভশ্রী: নিশ্চয়। আমি চাই ভালো বাংলা গান গাইতে, সেই সুযোগ আসুক এটা চাই। তবে আমি গর্বিত, যে গুরু স্যারের দৌলতে আমি পাঞ্জাবি একটা গান গেয়েছি। যে ভাষাটা আমি শিখিনি, বা জানি না। সেই ভাষায় গান করা চ্যালেঞ্জিং। সকলে পছন্দ করছে সেটা ভালো ব্যাপার।
একটা কথা বলি….
নিশ্চয়….
ไশুভশ্রী: আমার কাছে এটা শেষ সুযোগ ছিল, জি বাংলা সারেগামাপা-র মেন্টর হিসাবে কাজ করতে করতে সব ছেড়ে আমি মুম্বই গেয়েছিলাম। আরও বড় পরিসরে কাজ করার উদ্দেশ্য নিয়ে পৌঁছাই ওখানে। পরপর দু-বছর রথীজিৎদা, সৌমেনদাদের সঙ্গে আমি জি বাংলা সারেগামাপা-র প্রতিযোগিদের গ্রুম করেছি। বড় চ্যালেঞ্জ ছিল, তবে ওই যে বললাম আমি সন্তুষ্ট। ট্রফি না পেলেও এত মানুষের ভালোবাসা আর আর্শীবাদ পেয়েছি, সেটাই বা কম কীসের! মুম্বই ছেড়ে এসেছিলাম করোনার সময়। তবে এবার আর ছাড়ব না।
সামনেই তো বিয়ে…
♛শুভশ্রী: হ্যাঁ, ফেব্রুয়ারিতে বিয়ে। আমার সেই সফরটাও সারেগামাপা-তে ফুটে উঠেছে। আমার এনগেজমেন্টে কুমার শানু স্যার গান গেয়েছেন। তারপর সঙ্গীতে উদিত স্যার, কবিতা ম্যাম সকলে গেয়েছেন। এই মুহূর্তগুলো খুব দামী। যেটা জি টিভি আমাকে দিয়েছে। আমি চিরকৃতজ্ঞ।
হবু শ্বশুরবাড়ির কী প্রতিক্রিয়া সারেগামাপা-র ট্রফি হাতছাড়া হওয়ায়?
𝓡শুভশ্রী: শ্বশুরবাড়ির সকলে খুব সাপোর্টিভ। আমার গান সকলে ভালোবাসে। স্কুলের সময় থেকে শুভজিৎ (শুভশ্রীর হবু বর) আমার বন্ধু। সেইসময় থেকেই ওদের গোটা পরিবারকে পাশে পেয়েছি। শ্বশুরবাড়ির সবার মন খারাপ। ওদের কাছে আমিই উইনার। এগুলো তো বাড়তি ভালো লাগা, যে সবাই আমার জন্য এতটা ভাবে।
বিয়ের কী প্ল্যান?
🥀শুভশ্রী: সাদামাটা ভাবে বিয়ে করব। চ্যানেল থেকে এত্ত কিছু করে দিয়েছে! আমি তার উপর আর কী করব। বড়দের আর্শীবাদ থাকলেই হবে। সিম্পল বাঙালি বিয়ে যেমন হয়, আমার বেশি তামঝাম পছন্দ নয়। দুর্গাপুরেই বিয়েটা করব।
আপনার প্রেমের গল্পটা যদি একটু বলেন…
🎃শুভশ্রী: ফিজিক্স টিউশনে একসঙ্গে পড়তাম। আমার চেয়ে এক বছরের বড় শুভজিৎ, তবে একই ব্যাচে পড়েছি। সেখানেই প্রথম দেখা। তখন থেকেই আমারা একসঙ্গে। ক্লাস ১২-এর পর ওহ ইঞ্জিনিয়ারিং বেছে নিয়েছিল। এখন এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কাজ করে, দিল্লিতেই মূলত ওর কাজ। এর জেরে আমি এক জায়গায় টিকেই থাকতে পারি না। চারিদিকে দৌড়ে বেড়াই (হাসি)।
আচ্ছা, রিয়ালিটি শো-তে এত প্রতিযোগী, সকলে প্রশংসাও কুড়োয়। কিন্তু নির্দিষ্ট সময় পর হারিয়ে যায়। সেটাকে কীভাবে দেখেন?
শুভশ্রী:🀅 আসলে আমার মনে হয় তুমি যেখানেই যাও শিক্ষাটা বন্ধ করলে চলবে না। আমার সঙ্গে অনেকে ছিল, কিন্তু আমি পরিশ্রম থামাইনি। আমি এরপর মেন্টর হিসাবেও কাজ করেছি। সেটা বড় পাওনা। কারণ আমি হাল ছাড়িনি। হাল ছাড়লে চলবে না। এবার জি টিভি-র সারেগামাপা-তে এলাম। চেষ্টা করেছি। চাকরি পেতে যেমন পরিশ্রম করতে হয়,এখানেও ঠিক তেমনই।
𒁃রিয়ালিটি শো তোমাকে প্ল্যাটফর্ম দেবে, নাম-যশও দেবে। কিন্তু সামলানোর দায়িত্ব তোমার। যে সমালাতে পারবে সে টিকবে, যে পারবে না হারিয়ে যাবে। তবে সবকিছুর উপরে কপাল বলে তো একটা বস্তু আছে, লাক ফ্যাক্টর আমি বিশ্বাস করি। এমনও অনেকে আছে সারাজীবনে কিছুই শেখেনি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ ফলোয়ার। সেটা নিয়ে তো মন খারাপ করলে চলবে না। আমি যে পরিশ্রম করছি, তার ৫% ফলও পাব। কে কী পেল সেই নিয়ে ভেবে লাভ নেই। খারাপ তো হবেই। কিন্তু খারাপ থেকেও শিক্ষা নিতে হবে। এটা আমার মায়ের শিক্ষা। এটাই জীবন।
এই প্রজন্মের শিল্পীদের মধ্যে আপনাকে কে অনুপ্রাণিত করেন?
ꦇসকলেই ভালো। তবে এই প্রজন্মের গায়কদের কথা বললে অরিজিৎ সিং-এর নাম না বললেই নয়! ওঁনার কাজ, ওঁনার গায়কী, মানুষের জন্য ভাবা, সবটাই ভীষণ ইন্সপায়ারিং। প্রতিদিন তাঁকে যেভাবে দেখছি, উনি সবার অনুপ্রেরণা। উনিও কিন্তু রিয়ালিটি শো থেকেই উঠে এসেছেন। অনেক সময় লেগেছে, উনিও স্ট্রাগল করেছেন। একদিনে অরিজিৎ, অরিজিৎ সিং হয়ে যাননি। তবে উনি মানুষের জন্য যেভাবে ভাবছেন, কাজ করছেন সেটার কথা না বললেই নয়। আমিও নিজের পরিসরে চেষ্টা করি।
🌟বাকি ছোট থেকে কিশোর কুমারজি, লতামা, আশামা-র গান শুনে বড় হয়েছি। শেখবার চেষ্টা করেছি। শ্রেয়া ঘোষাল ম্য়াম, সুনীধি ম্যাম সকলেই আছেন। রোজই শিখছি, এই শেখা থামলে চলবে না।