⛎ একেই বলে গল্পের করিশ্মা! প্রথম যখন পরিণীতা ধারাবাহিকের ঘোষণা করা হয়েছিল, তখন অনেকেই ট্রোল করেন উদয় প্রতাম সিং-কে। তবে ধারাবাহিক শুরুর থেকেই দর্শক টানতে শুরু করে। যার প্রধান কারণ অবশ্যই কলেজে পড়া কতগুলো দামাল বাচ্চা, আর সঙ্গে আবার পারিবারিক টানাপোড়েন, যাকে বলে যোগ্য মিশেল। আর এই গল্পের কাঁধে ভর করে, টিআরপি টপার হয়ে গেল পরিণীতা। নতুন বছরের নতুন চমক বললেও ভুল হয় না। গত সপ্তাহে এই মেগা ছিল ২ নম্বরে।
𓃲দ্বিতীয় স্থানে ফুলকি। গত সপ্তাহে ৩ নম্বর স্থানে ছিল এই মেগাটি। আর গত সপ্তাহের টিআরপি টপার গীতা এলএলবি পৌঁছে গেল তিন নম্বরে। অর্থাৎ প্রথম তিনে বড় বদল।
🦩বর্তমানে টিআরপি-র টক্করে কখনো দু মাস আবার কখনো বা তিন মাসেই বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক। তাই নানাভাবে চেষ্টা করা হয় যাতে কোনোভাবেই না কমে রেটিং। তাহলেই হয়তো বন্ধ করার সিদ্ধান্ত নেবে চ্যানেল। প্রথম পাঁচে আরও যে দুটি মেগা রয়েছে তা হল কথা ও জগদ্ধাত্রী। এখানে বলে রাখা ভালো, বর্তমানে জি বাংলার সবচেয়ে পুরনো মেগা এটি। বিগত দু বছর ধরে চলছে রমমিয়ে। শুধু তাই নয়, বেশিরভাগটা সময় প্রথম পাঁচেই থেকেছে।
♉৬ নম্বরে আছে রাঙামতি তীরন্দাজ। ফুলকি-র মতো প্রবল প্রতিপক্ষের চাপে প্রথম থেকেই স্লট হাতছাড়া এটির। তবে নম্বর খুব একটা খারাপ তোলে না। বলা যায়, টক্কর হয় সেয়ানে সেয়ানে। যৌতভাবে ৬ নম্বরে আরও রয়েছে কোন গোপনে মন ভেসেছে।
🦂সাত নম্বর স্থানে রয়েছে উড়ান আর আটে গৃহপ্রবেশ। নয় নম্বরে শুভ বিবাহ আর দশে মিত্তির বাড়ি। টিআরপি তালিকার শেষের দিকটা মোটামুটি একই আছে গত সপ্তাহের মতো।
দেখে নিনটিআরপি-তে সেরা দশের তালিকা
প্রথম: পরিণীতা (৭.৮)
দ্বিতীয়: ফুলকি (৭.৭)
তৃতীয়: গীতা LLB (৭.৪)
চতুর্থ: কথা (৭.৩)
পঞ্চম: জগদ্ধাত্রী (৭.১)
🎀ষষ্ঠ: রাঙ্গামতি তীরন্দাজ/ কোন গোপনে মন ভেসেছে (৭.০)
সপ্তম: উড়ান (৬.৮)
অষ্টম: গৃহপ্রবেশ (৬.১)
নবম: শুভবিবাহ (৬.০)
দশম: মিত্তির বাড়ি/ আনন্দী/ তেতুঁলপাতা (৫.৭)
🔯নন ফিকশনে সারেগামাপা-র টিআরপি বর্তমান সপ্তাহে এসেছে ৫.০। খুব জলদিই এটি শেষ হবে। ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতেই গ্র্যান্ড ফিনালে হওয়ার সম্ভাবনা। ইতিমধ্যেই সেমি ফাইনাল এপিসোডের শ্যুটিংকরে ফেলেছে গোটা টিম।