Trump on Harvard:ট্রাম্পের নির্দেশের কাছে মাথা নোয়ানি হার্ভার্ড!পাল্টা মার্কিন প্রশাসন ফ্রিজ করল ২.২ বিলিয়ন ডলারের ফান্ড
1 মিনিটে পড়ুন Updated: 15 Apr 2025, 09:04 AM ISTট্রাম্পের নির্দেশ পেতেই হার্ভার্𒅌ডের প্রেসিডেন্ট কী বলেছেন?
ট্রাম্পের নির্দেশ পেতেই হার্ভার্𒅌ডের প্রেসিডেন্ট কী বলেছেন?
ডোনাল্ড ট্রাম্পের দাবির কাছে মাথা নত করেনি মার্কিন যুক্তরাষ্ট্রের তাবড় বিশ্ববিদ্যালয় হার্ভার্ড।🎃 ꧂আর তার পরই পাল্টা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২২০ কোটি ডলারের ফান্ড রুখে দিল ট্রাম্প প্রশাসন। উল্লেখ্য, এই সহায়তা ফান্ডের খাঁড়ার কোপ এবার গিয়ে পড়ল মার্কিন মুলুকের অভিজাত এই শিক্ষাপ্রতিষ্ঠানে, যা নিঃসন্দেহে সেদেশের শিক্ষাক্ষেত্রে তার্যপূর্ণ ঘটনা।
উল্লেখ্য, আমেরিকার ফেডেরাল ফান্ডিং প্রাপ্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ক༺ে একাধিক শর্ত দিয়েছিল ট্রাম্প প্রশসান। ট্রাম্পের নেতৃত্বাধীন সরকার, শুক্রবারই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে একটি চিঠি পাঠায়। সেখানে বেশ কিছু পরিবর্তনের কথা বলে ট্রাম্প প্রশাসন। সেই সমস্ত নীতির মধ্যে মেধা নির্ভর ভর্তি, নিয়োগ, পড়ুয়াদের, শিক্ষক শিক্ষিকাদের অডিট, এছাড়াও ক্যাম্পাসে বৈচিত্র্যের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির উপর নেতৃত্ব, এবং মুখোশ নিষিদ্ধ করা সহ একাধিক বিষয় ছিল। উল্লেখ্য, হামাস যুদ্ধের আবহে আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানে প্যালেস্তাইনের সমর্থনে বিক্ষোভ দেখানো হয়েছে। মার্কিন প্রশাসনের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে ইহুদি বিদ্বেষের পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই নিরিখে কী কী করণীয় তা তুলে ধরতে কিছু নির্দেশ আসে ট্রাম্প প্রশাসনের তরফে। আর সেখানেই বলা হয়েছিল, সেগুলি না মানলে শাস্তির কোপ পড়তে পারে। আর তা না মানায় সেই মতোই হল শাস্তি। স্থানীয় সময় সোমবার বিকেলে মার্কিন সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে হার্ভার্ড। তার পাল্টা হিসাবে কয়েক ঘণ্টার মধ্যেই হার্ভার্ডে আর্থিক সাহায্য বন্ধের নির্দেশ চলে আসে ট্রাম্প প্রশাসনের তরফে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালেন গার্বার ট্রাম্পের চাপানো নির্দেশের কড়া ভাষায় বিরোধিতা করেন। তিনি সাফ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম ‘অ্যামেন্ডমেন্ট রাইট’ লঙ্ঘন করছে ট্রাম্পের এই দাবিগুলি। গার্বারকে উল্লেখ করে এপি জানিয়েছে, তিনি বলেন,'দল নির্বিশেষে, কোনও সরকারে🌳রই, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি কী পড়াতে পারবে, কাকে ভর্তি করবে বা নিয়োগ দেবে, অথবা কোন ক্ষেত্রে পড়াশোনা করবে তা নির্ধারণ করা উচিত নয়।' 𒐪