ꦬ অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে জিতলেন রোহন বোপান্না। চিনের পার্টনার সুয়াং ঝ্যাংকে নিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন ভারতীয় টেনিস তারকা। অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলসের ইভেন্টে শুক্রবার নেমেছিলেন বোপান্না-সুয়াং জুটি। তাঁরা হারালেন কঠিন প্রতিপক্ষ ইভান দদিজ, ক্রিস্টিনা ম্লাডেনোভিচ জুটিকে।
ꦫমেলবোর্নে পুরুষদের ডাবলস বিভাগে আগেই ছিটকে গেছিলেন রোপন বোপান্না। ফলে এই প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে মিক্সড ডাবলসে ভালো কিছু করে দেখাতে হত তাঁদের। সেখানেই বিশ্বের প্রাক্তন ১ নম্বর ভারতীয় তারকা ঝ্যাংকে সঙ্গে করে জিতলেন প্রথম রাউন্ডে ম্যাচ। ইভান-ক্রিস্টিনা জুটি ভারতীয়-চিনা জুটি হারাল ৬-৪, ৬-৪ ফলে।
ﷺরোহন বোপান্নাদের ম্যাচ চলে ১ ঘন্টা ১২ মিনিটের কাছাকাছি। পরের ম্যাচে ফের কঠিন প্রতিরক্ষের সামনে তাঁরা। এই প্রতিযোগিতার চতুর্থ বাছাই মার্কিন জুটি টেলর টাউনসেন্ড এবং হুগো নিস বনাম ম্যাডিসন ইংসিল-জ্যাসন কুবারের ম্যাচে যে জুটি জয়ী হবে, তাঁদের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে খেলতে নামবে বোপান্না-ঝ্যাংরা।
🍰প্রথম সেটে ৩-০তে শুরুতেই এগিয়ে গেছিল ইন্ডো-চাইনিজ জুটি। এরপরই ক্রোয়েশিয়ান দদিজ এবং ফরাসি ম্লাদেনোভিচ খেলায় ফেরান। ব্যবধান কমিয়ে ২-৩ করে ফেলেন তাঁরা। যদিও এরপরই অভিজ্ঞতার পরিচয় দিয়ে স্নায়ুচাপ ধরে রেখে ম্যাচ বের করে আনেন বোপান্না। তিনি সেই সেট জিতে নেন ৬-৪ ফলে।
𓆉দ্বিতীয় সেটে অবশ্য একটা সময় পিছিয়ে পড়েছিল রোহন বোপান্নারা। ৩-৪ এ পিছিয়ে ছিল ইন্ডো চাইনিজ জুটি। কিন্তু এরপরই দদিজদের ভুলে সুযোগ পেয়ে যায় ঝ্যাং-বোপান্নারা। তা কাজে লাগিয়েই প্রথমে তাঁরা সমতায় ফেরেন। এরপর স্নায়ুচাপে না ভুগে পরের দুো সেট জিতে ম্যাচ পকেটে পুড়ে ফেলে বোপান্না-ঝ্যাং জুটি।
𒁏আরও পড়ুন-'ওরা যখন বুঝবে, নিজেরাই সরে দাঁড়াবে! কোহলি-রোহিতের অবসর জল্পনায় বার্তা কপিল দেবের
♍এস থেকে ভলি, সবেতেই এদিন প্রতিপক্ষকে টেক্কা দেন বোপান্না-ঝ্যাংরা। বোপান্নারা যেখানে তিনটি ফোরহ্যান্ড শটে পয়েন্ট পেলেন, সেখানে প্রতিপক্ষরা একটাও পায়নি। ২০২৩ সালেও সানিয়া মির্জাকে সঙ্গে নিয়ে ফাইনালে উঠেছিলেন বোপান্না। এবার তিনি মরিয়া থাকবেন ট্রফি হাতছাড়া হওয়ার জ্বালা জুড়িয়ে নিতে। গত বছর এখানে ম্যাথিউ এবদেনকে সঙ্গে নিয়েই পুরুষদের ডবলসের শিরোপা জেতেন তিনি। সেটাই ছিল তাঁর প্রথম মেজর ডবলস শিরোপা। সব থেকে বয়স্ক (৪৩) টেনিস খেলোয়াড় হিসেবে উঠে আসেন বিশ্বের এক নম্বর পজিশনে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।