বলিউড তারকা সইফ আলি খানকে ছুরিকাঘাত করা হামলাকারী বাংলাদেশি। মুম্বই পুলিশ এই কথা জানাতেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসকে তোপ দাগলেন বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য। আজ সাত সকালে সংবাদ সম্মেলন করে মুম্বাই পুলিশ জানায়, সইফের ওপর হামলা চালানো ব্যক্তির নাম শরিফুল ইসলাম। সে বাংলাদেশি নাগরিক বলে জানানো হয়েছে। মুম্বই পুলিশের (অপরাধ দমন) ডিসিপি দীক্ষিত গেদাম জানান, ডাকাতির উদ্দেশ্যে সইফের বাড়িতে চড়াও হয়েছিল এই বাংলাদেশি। প্রাথমিক ভাবে ধৃত নিজের নাম বিজয় দাস বললেও পরে জানা যায়, তার আসল নাম শরিফুল। পুলিশের দাবি, প্রায় ৫ মাস আগে ভারতে অনুপ্রবেশ করে থাকতে পারে শরিফুল। এই আবহে এবার তৃণমূল এবং কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলিকে আক্রমণ শানালেন মালব্য। (আরও পড়ুন: বিকট আওয়♏াজে ঢুবতে শুরু করে বাংলাদেশি জাহাজ, সাহায্যের হাত বাড়িয়ে দিল এপার বাংলা)
আরও পড়ুন: বাংলাদেশ সীমান্তে ღবাঁধ বিতর্কে CM-🌟এর দাবি ‘নস্যাৎ’? প্রশ্ন BSF-এর মন্তব্য ঘিরে
আরও পড়ুন: বাংলাদেশে বি🐼স্ফোরণে আহত কাজী নজরুল ইসলামের নাতি, আছেন লাইফ সাপোর্টে
নিজের সোশ্যাল মিডিয়া বার্তায় অমিত মালব্য লেখেন, 'মুম্বই পুলিশ নিশ্চিত করেছে যে সাইফ আলি খানকে আক্রমণ করা ব্যক্তি মহম্মদ শরিফুল ইসলাম। সে বাংলাদেশি। এখানে সে একজন অবৈধ বাসিন্দা। সে একটি হিন্দু পরিচয় নিয়ে এখানে থাকছিল। ইন্ডি জোটের কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলি নিজেদের ভোট ব্যাঙ্ক হিসাবে এই সব অবৈধ অভিবাসীদের তোষণ করে এলেছে। তারা এই ঘটনাটিকে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দেওয়ার চেষ্টা করেছিল। হিন্দুদের অপমান করার জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত।' (আরও পড়ুন: বীর্য নয়, আরজি করের নির্যাতিতার দেহের সেই 'ঘন তরল পদা𝕴র্থ' কী? এখনও মেলেনি উত্তর)
আরও পড়ুন: সীমান্তে BSF-কে আটকে 'ভুল' করছে BGB, কার্যত মানলেন বাংলাদেশি স্বরাষ⭕্ট্র উপদেষ্টা
মুম্বই পুলিশ জানিয়েছে, সইফকে হামলা করা ব্যক্তি ৫ থেকে ৬ মাস আগে মুম্বইতে আসে। সে কিছুদিন মুম্বইয়ে থাকে। পরে মুম্বইয়ের আশেপাশে শহরতলিতে থাকে। মুম্বইয়ের কসরভাদাভালি থানার পুলিশ যৌথ অভিযানে রবিবার ভোরবেলা পশ্চিম ঠাণের হিরনন্দানি এস্টেট এলাকায় মেট্রো রেলের শ্রমিক বস্তি থেকে তাকে গ্ꦡরেফতার করে। সেই অভিযুক্ত একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করত। তার কাছ থেকে ভুয়ো নথিপত্র মিলেছে। তবে ভারতীয় নাগরিক হওয়ার কোনও বৈধ পরিচয়পত্র সে দেখাতে পারেনি বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা ডাকাতির উদ্দেশ্য নিয়েই সইফের বাড়িতে ঢুকেছিল শღরিফুল। তাকে আদালতে হাজির করে রবিবরাই পুলিশি হেফাজত দাবি করা হবে। এই ব্যক্তি এর আগে বিজয় দাস ছাড়াও মহম্মদ ইলিয়াস পরিচয় দিয়েও থেকেছে।