একেবারে হাড়হিম করা ঘটনা। হুগলির চন্ডীতলার বেগমপুর এলাকায় বুধবার সকালে কুকুরের মুখে অস্বাভাবিক কিছু দেখে চমকে যান বাসিন্দাꦕরা। পরে বোঝা যায় সেটা আসলে এক ব্যক্তির কাটা মাথা। সকাল ৯টা নাগাদ ২০ নম্বর রেলগেটের কাছে একটি বাগানে এই কাটা 🍬মাথা নিয়ে টানাটানি করছিল কুকুর। বাসিন্দারা তাড়া করলে সেটা ছেড়ে পালায় কুকুরটা। কিন্তু এখানে সাত সকালে কাটা মাথা এল কোথা থেকে? শুরু হয় খোঁজ?
এরপরই খবর দেওয়া হয় পুলিশে। প্রচুর মানুষ জড়ো হয়ে যান। কামারকুন্ডু জিআরপি ও চন্ডীতলা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। চারদিকে শোর൲গোল পড়ে যায়। কিন্তু সেখানে কাটা মুন্ডু কীভাবে এল?
এরপর শুরু হয় খোঁজাখুজি। কার মাথা এটা? এল কীভাবে? শেষ পর্যন্ত যেখানে সেইꦬ কাটা মাথা পাওয়া গিয়েছে সেখান থেকে রেললাইনের দিকে খোঁজাখুঁজি শুরু হয়। কাছেই হাওড়া বর্ধমান কর্ড লাইন। বিভিন্ন দূরপাল্লার ট্রেনও এই লাইন ধরেই যায়। লাইন ধরে কিছুক্ষণ খোঁজার পরেই খোঁজ মেলে একটি দেহের। সেই দেহের সঙ্গে মাথাটি ছিল না।
কীভাবে হতে পারে ঘটনাটি?
প্রাথমিক তদন্তে পুলিশের ধারনা হয়তো দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন ওই যুবক। এরপর তিনি দরজা দিয়ে মাথা বের করেছিলেন। আর তারপরই অঘটন। রেললাইনের ধারে কোনও পোস্টে ধা༒ক্কা লাগে তার। এরপরই মাথা কেটে ছিটকে পড়ে। ধড়টি পড়ে যায় রেললাইনের ধারে। সূত্রের খবর রেললাইনের ধারে একটি পোস্টে রক্তের সামান্য় দাগও রয়েছে। সম্ভবত ওই পোস্টেই ধাক্কা লেগেছিল ওই যাত্রী﷽র। তারপর তিনি ছিটকে পড়েন। কিছু বুঝে ওঠার আগেই এই দুর্ঘটনা।ওই যাত্রীর পরিচয় জানার জন্য চেষ্টা করা হচ্ছে। কোন ট্রেন থেকে এই ঘটনা হল সেটাও জানা⭕র চে🌱ষ্টা করা হচ্ছে।
এদিকে ট্রেন থেকে যাতে মাথা না বের করা হয় সেকারণে বার বার সাবধান করা হয়। তারপরেও কেউ কেউ ঝুঁকির যাত্রা করেন। কিন্তু যে কোনও সময়ে ট্রেন থেকে বের হওয়া হাত কিংবা শরীরের কোনও অংশের সঙ্গে পা🏅শের খুঁটির ধাক্কা লাগতে পারে। আর এর জেরে একেবারে ভয়াবহ ঘটনা হতে পারে। অ♛তীতেও এই ধরনের ঘটনা হয়েছে। কিন্তু তারপরেও সতর্ক হন না রেল যাত্রীদের একাংশ। ফের একই ধরনের ভয়াবহ ঘটনা। একেবারে হাড়হিম করা ঘটনা। দেহটি আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।