পঞ্জাবে পর্দাফাঁস দুটি সন্ত্রাসবাদী মডিউলের। এই মডিউল দু'টি পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট বলে জানা গিয়েছে। এই মডিউলগুলির সঙ্গে যুক্ত এক নাবালক-সহ ১৩ জন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে পুলিশ। রিপোর্ট অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল। সেই অভিযানেই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। ধৃত জঙ্গিরা বহু থানা ও লোকজনকে টার্গেট করার পরিকল্পনা করেছিল বলে দাবি পুলিশের। (আরও পড়ুন: 'পশ൲্চিমꦏবঙ্গের জনবিন্যাস বদলেছে আন্তর্জাতিক ষড়যন্ত্রে', বিস্ফোরক বঙ্গ BJP সাংসদ)
আরও পড়ুন: বাংলাদেশ ভাগের জল্পনার মাঝেই পဣার্তব্য চট্টগ্রাম নিয়ে চরম সতর্কতা আমেরিকা♍র
এই দু'টি জঙ্গি মডিউলই ছিল বব্বর খালসা ইন্টারন্যাশনাল নামক খলিস্তানপন্থী নিষিদ্ধ সংগঠনের। পঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব এই তথ্য জানিয়েছেন। ধৃত সন্ত্রাসীদের কাছ থেকে আরপিজি (একটি লঞ্চারসহ), ২.৫ কেজি আইইডি, ডেটোনেটরসহ ২টি হ্যান্ড গ্রেনেড, রিমোট কন্ট্রোলসহ ২ কেজি আরডিএক্স, ৫টি পিস্তল, ৬টি ম্যাগাজিন, ৪৪টি তাজা কার্তুজ, ১টি ওয়্যারলেস সেট ও ৩টি গাড়ি উদ্ধার করা হয়। (আরও পড়ুন: WAQF হিংসা নিয়ে মমতার সরকারের বিরুদ্ধে রℱাস্তায় নেমে হুঙ্কার বিশ্ব হিন্দু পরিষদের)
আরও পড়ুন: বাংলাদে🐎শে হিন্দু নেতার খুনে ইউনুসের সরকারꦕকে কড়া ধমক 'মর্মাহত' ভারতের
ডিজিপি গৌরব যাদব জানিয়েছেন, বব্বর খালসা ইন্টারন্যাশনালের জঙ্গি সতনাম সিং ওরফে সত্তা নও🦄শেরা ফ্রান্সে বসে তার কর্মীদের মাধ্যমে দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে। তার চার সঙ্গী যতীন্দর ওরফে হানি, জগজিৎ ওরফে জগ্গা কাপুরথালা, হরপ্রীত ও জগরূপ হোশিয়ারপুরকে গ্রেফতার করা হয়েছে। এদিকে অপর একটি মডিউলটি গ্রিস ও পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদীরা চালানো হচ্ছিল। গ্রিসে লুকিয়ে থাকা জসবিন্দর ওরফে মান্নু আগওয়ান পাকিস্তানি বাসিন্দা হরবিন্দর রিন্দার সঙ্গে মিলে এই মডিউল চালাচ্ছিল। এই মডিউলের ন'জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে এক নাবালকও আছে। পুলিশের দাবি, ধৃত জঙ্গিদের টার্গেট ছিল পঞ্জাবের পুলিশ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। চার দিনের অভিযানে এই দুটি জঙ্গি মডিউলের পর্দা ফাঁস করা হয়েছে। শিগগিরই ধৃত জঙ্গিদের সবাইকে আদালতে হাজির করে হেফাজতে নেওয়া হবে। জিজ্ঞাসাবাদের ফলে আরও অনেক তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।